ছাদ থেকে লাফিয়ে পড়লেন অভিনেত্রী মালাইকার বাবা

ছাদ থেকে লাফিয়ে পড়লেন অভিনেত্রী মালাইকার বাবা
একটা বড় অঘটন ঘটে গেল বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার পরিবারে। বুধবার এক অপ্রত্যাশিত সিদ্ধান্তে আত্মঘাতী হলেন অভিনেত্রীর বাবা অনিল আরোরা। মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে লাফিয়ে প্রাণ হারিয়েছেন বলে খবর।

 
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অনিল আরোরা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে এখনও মালাইকা এবং তার বোন অমৃতা আরোরা কোনও প্রতিক্রিয়া জাননি। তবে খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে হাজির হয়েছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। তিনিই সকলের আগে ঘটনাস্থলে পৌঁছান।
সূত্রের খবর, বুধবার সকাল ৯টায় প্রথম খবর পাওয়া যায়। তবে মালাইকা এই মুহূর্তে পুনে অবস্থান করছেন। দুঃসংবাদটি পেয়েই তিনি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। অভিনেত্রীর বাবার বাড়িতে রয়েছেন আরবাজ।

মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ভারতীয় নৌ-সেনায় কর্মরত ছিলেন অভিনেত্রীর বাবা। দুই মেয়ে বিনোদন জগতের অন্যতম মুখ হলেও নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন মালাইকার বাবা।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

বিনোদন

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.